ঈদের সবচেয়ে মজার একটি অংশ হচ্ছে এই ঈদের সালামি। এই সালামি মুসলিম বাচ্চাদের লম্বা সময়ের ঐতিহ্য। আজ এই পোস্টে আমরা বিশেষ কিছু সালামি বিষয়ের ফানি বা হাস্যকর ক্যাপশন শেয়ার করবো। এখান থেকে কপি করে নিয়ে আপনি যে কোন স্থানে ব্যবহার করতে পারেন। এগুলো কোন প্রকারের কপিরাইট নিবে না। আর এখানে ব্যবহার করা সকল ক্যাপশনগুলো আমরা খুব ভালোভাবে যাচাই বাচাই করেই এখানে শেয়ার করেছি।
সালামি ছাড়া ঈদ যেন বিরিয়ানি ছাড়া আলু! 🍛💸
ছোটরা ঈদের নাম রাখছে “সালামি দিবস”! 😂🤑
সালামির যত ভাব, পকেটের তত জ্বালা! 💸🔥
ঈদের আগে আমিই ভাই, পরে সালামির মেশিন! 🧠🤲💰
সালামি চাওয়াই আর্ট – রাগ না করে আদর আদায়! 😇🤑
সালামি না দিলে ভাইয়ের Eid Mubarak নেয়া বাতিল! 🤨🎁
পকেট হালকা, মুখে হালকা হাসি – সালামির আশায় বসে আছি! 😅💵
সালামি পাইনি, এখন সবাইকে “গরু বলব” 🐄😠
ঈদ মানে খুশি, সালামি মানে জীবন! ❤️
প্রিয়জনরা টাকা দিলে বলে দোয়া করিস… আমি বলি “আরো দিস”! 🤲😜💰
সালমী ছাড়া আত্মীয় আর সান্ডা ছাড়া মরূভূমি তো একই
“সালামি দিলাম, এখন পোলাও কই?” 🍚
“সালামির টাকা হাতে পেয়েই মনে হচ্ছে… এবার বুঝি আমি ‘অর্থপতি’!” 💸
আমি ফকির আমি মিসকিন, দয়া করে কেউ সালামী চাইবেন না
“সালামি পেয়েই মনে হয় ‘এবার তো লাইফ সেট!’… তারপর হিসাব করে দেখি ৫০০ টাকায় শুধু ১ দিনের ফ্রাইড চিকেন চলে!” 🍗
“বড়রা সালামি দিলে: ‘থ্যাংক ইউ, আল্লাহ আপনার মঙ্গল করুক!’ 😇 | ভেতরে ভেতরে: ‘আরেকটা নোট দিলে পারতিস না?’” 💸
“সালামির টাকা হাতে পেয়েই ‘হ্যাপি রিয়েকশন’ দিয়ে দিলাম… এখন টাকাটা কোথায় গেল বুঝতেই পারছি না!” 😵
“ঈদের সময় আমার অবস্থা: সালামি নেওয়া = প্রফেশনাল ম্যাথমেটিশিয়ান 🧮 (কিভাবে ১০ জনের টাকা জমিয়ে ১টা জিন্স কিনব!)” 👖
“সালামি পাওয়ার পর বাবা-মায়ের চোখে যে লুকানো মেসেজ থাকে: ‘বেটা, এই টাকা দিয়ে তুমি কি জিন্স কিনবে নাকি আমাদের হাতে জমা দিবে?’” 👀
“টিকটকে দেখি সালামি দিয়ে কেউ আইফোন কিনছে… আমি সালামি জমিয়ে প্রিমিয়াম মেম্বারশিপ নিলাম ‘হটস্টারের’!” 📱😂
“সালামির টাকায় ‘রিচ ফিলিং’ আসে… যতক্ষণ না পর্যন্ত ফুডপ্যান্ডা অ্যাপ ওপেন করি!” 🍕
“বুয়া সালামি দিলে ১০০ টাকা, চাচা দিলে ৫০০ টাকা… আর বড় ভাইয়া? ‘লাইক-কমেন্ট-শেয়ার করে জিতো ১০ লাখ!’” 🎰
সালামি কালেকশন শেষে আমার ওয়ালেট vs আমার মনের অবস্থা:
ওয়ালেট: ২০০০ টাকা 💰 | মন: ২০ লাখ টাকার স্বপ্ন! 🏡”
নিজের সালামির টাকা বাঁচাতে চাইলে… “মামুন ভাইয়ের চায়ের দোকানে” ইনভেস্ট করতে পারেন!
সালামির টাকা ‘গোপনে’ রাখুন… নাহলে ‘বড় ভাইয়ার লোন’ শোধ করতে হবে! 😂
“সালামি পাওয়ার পর আমার বয়স ১২, কিন্তু স্বপ্ন দেখি বিল গেটসের! 💸”
“বড় ভাইয়া সালামি দিলো ৫০০ টাকা… এখন অপেক্ষায় কখন সে বিয়ে করবে, ফুল প্যাকে ফেরত পাব! 💍”
“সালামি কালেকশনের সময় আমি:
১০০০ টাকা পেলে ➝ ‘ধন্যবাদ, আল্লাহ আপনাকে বরকত দিন!’
২০ টাকা পেলে ➝ ‘আপনার জামা কত সুন্দর!’ 😑
“টিকটকে দেখি কেউ সালামি দিয়ে গোল্ড চেইন কিনেছে… আমি আমার ‘চেইনডাল’ নিয়েই খুশি! 🤣”
“ঈদের দিন আমার একমাত্র মিশন:
সালামি নেওয়া ✅
টাকা লুকানো ✅
মায়ের হাত থেকে বাঁচানো ❌
“সালামি দেওয়ার সময় রিলেটিভসের ৩ লেভেল:
লেভেল ১: ‘এই নাও বেটা ১০০০’ (🛐)
লেভেল ২: ‘৫০০ টাকা রাখো’ (😊)
লেভেল ৩: ‘টাকাটা পরে দেব’ (👹)
“সালামির টাকায় ‘স্টার্টআপ’ শুরু করবো ভেবেছিলাম… কিন্তু ‘স্টার্ট’ হওয়ার আগেই ‘আপ’ হয়ে গেলাম! “
“ফেসবুকে স্ট্যাটাস: ‘সালামি দিয়ে ব্যবসা শুরু!’
রিয়েল লাইফ: সালামি দিয়ে ‘চা-সিঙাড়া’ ব্যবসা! 🫓”
“সালামি দেওয়ার সময় চাচার ‘পকেটে’ হাত দেওয়া vs চাচির ‘চোখ’ এড়ানো! 👀💦”
সালামি কালেকশন শেষে আমার ওয়ালেট vs মায়ের ওয়ালেট:
আমার টাকা: ২০০০ টাকা 💰
মায়ের টাকা: ‘এটাই তো আমার টাকা!’ 🏦
“সালামি পেয়েই ‘ধনী’ হওয়ার স্বপ্ন… তারপরই মনে পড়ে ‘টিউশন ফি’ জমা দিতে হবে! 📚”
“বুয়া সালামি দিলো ৫০ টাকা… এখন অপেক্ষায় কখন সে বলবে, ‘বেটা টাকাটা ফেরত দিবি?’ 😅”
“সালামির টাকায় ‘মার্সিডিজ’ ডাউনপেমেন্ট দেবো ভেবেছিলাম… শেষে ‘মার্সি রিকশা’য় চড়ে বাসায় ফিরলাম! 🚗”
“ঈদের দিন সালামি নেওয়ার পর আমার চেহারা:
বাইরে: ‘জাজাকাল্লাহ খাইরান’ 😇
ভেতরে: ‘আরেকটা নোট দিলে পারতিস!’ 🤑
“সালামির টাকা জমিয়ে ‘বিল্ডিং’ কিনবো ভেবেছিলাম… এখন ‘বিল্ডিং ব্লকস’ (লেগো) কিনতে পারব কি না সন্দেহ! 🏗️”
ঈদের সালামী আমাদের অন্যতম একটি আনন্দ, যদিও এটি কারো পকেট থেকে টাকা কাটে আবার কারো পকেটে টাকা ঢুকে। তবে বেশি মজা যারা টাকা পায় তারাই বেশি মজা পায়। কিন্তু যারা দেয় তারাও কিছু টাকা পে করতে হলেও তারাও কিন্তু কম মজা পায় না। তারাও বেশ ভালো পরিমাণে ইনকাম পায়।
আমরা বিভিন্ন সোস্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ফানি ক্যাপশন শেয়ার করার মাধ্য়মেও এই আনন্দকে বাড়িয়ে তুলতে পারি। সেজন্যই আমরা আপনাদের সাথে বিশেষ কিছু সালামি নিয়ে ফানি ক্যাপশন শেয়ার করে রাখলাম। এইগুলো সহজেই পেয়ে আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
