Close Menu

    ১১০+ বড় বোন নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা ২০২৬

    ১১০+ জীবন পরিবর্তন নিয়ে উক্তি ও ক্যাপশন ২০২৬

    100+ love shayari😍 2 line in hindi | बेस्ट रोमांटिक शायरी

    ৯৯+ বাস্তবতা নিয়ে কিছু কথা, ক্যাপশন ও উক্তি ২০২৬

    Facebook X (Twitter) Instagram
    • Privacy Policy
    • Contact Us
    • About Us
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    বাংলা ক্যাপশন
    • Home
    • Short Caption
    • Captions
    • Fashion
    • Life and Reality
    Subscribe
    বাংলা ক্যাপশন
    You are at:Home » Captions »  কাব্যিক ক্যাপশন – Poetic caption
    Uncategorized

     কাব্যিক ক্যাপশন – Poetic caption

    bangla caption2By bangla caption2January 4, 2026No Comments7 Mins Read2 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    _কাব্যিক ক্যাপশন - Poetic caption.png
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দূর পাহাড়ে নিঃস্ব ছেলে। কান্না কেবল লোকায়
    বৃষ্টিভরা এক মেঘের কাছে। শান্ত উপত্যকায়……🙂🖤

    নিজেকেই যে বড় বলে, বড় সে নয় ,,,
    লোকে যারে বড় বলে, বড় সে হয়..।🖤🖤

    হাওয়ায় চিঠি আসে। ফের ভাঙে মন-
    পাখিকে পিওন ভাবি। তোমাকে উঠোন..…🙂

    আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে— এই বাংলায়…।” (বনলতা সেন)🌾

    ভুলে ভুলে গড়া জিবন.png

    ভুলে ভুলে গড়া জিবন,,
    ভুল হলো মনের ভূবন,,💔
    একটা মাত্র ভুলের কারন,,
    কান্দে মানুষ সারাজীবন…।🥀😔

    শীতের চাঁদর জড়িযে, এই কুয়াশার মাঝে দাড়িয়ে
    তোমার হাত দুটো দাও বাড়িয়ে,,,
    তখন শিশিরের শীতল স্পর্শে
    যদি শিহরিত হয় মন!!!
    বুঝে নিও আমিও
    আছি তোমার পাশে সারাক্ষন।🤍🤍🩵

    জীবনে এমন মানুষকে খুঁজে পাওয়া ভার,,,
    যে হবে শুধুই আমার।
    আমার সুখ-দুঃখে যে থাকিবে পাশে,,,
    এমন একটি মানুষকেই আমার এই মন খোঁজে।❤️‍🩹❤️‍🩹

    🖤বাস্তবতা যতই কঠিন হোক!🥀
    মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর হয়!💞

    তোমার মতোই শান্ত। তোমার মতোই তার জেদ-
    হঠাৎ তোমায় কুড়িয়ে পেয়ে স্মৃতির খননকার্যে…🙂🙂

    ছায়া থেকে দূরে। অবসর কোনো এক সময়ের পায়ে।
    আমাদের হেঁটে যাওয়া পথ। ❤️🩵

    পারাপার করে বহু লোক। এই মন দূর থেকে সাঁকো।
    এ শহরের গন্ধ মেখে ছুটে যায়, যাকে তুমি ‘ট্রাম’ বলে ডাকো,,,।

    চাঁদেরও আছে দাগ, তবু সে আলো দেয়,
    মানুষ ভুল করলেই দোষ, ভালোবেসে যে কেঁদে যায়!” 😢

    বন্ধু মানে সুখের সাথী।
    বন্ধু মানেই রাগ।
    বন্ধু মানে সুখ-দুঃখের সমান সমান ভাগ..।🖤🖤🙂

    জানিনা কিসের এই টান। এ কোনো ম্যাজিক তো নয়
    সব স্মৃতি মুছে ফেলি। তবু অতীত আজও বিস্ময়…।🖤🖤

    যার চরিত্র যেমন,🌺 তার জীবন সাথীও হবে তেমন।🌹.png

    যার চরিত্র যেমন,🌺
    তার জীবন সাথীও হবে তেমন।🌹

    ভালোবাসি বলা হয়নি কখনো মুখে 🫢
    তবুও হৃদয়ে ছিলে তুমি সুখে 💓
    এটাই আমার নীরব কবিতা 🌸

    রাত জেগে লিখেছি তোমায় নিয়ে ✍️🌃
    চোখের পাতায় স্বপ্ন গাঁথা হয়েছে যে 💤💘
    ভালোবাসা ছুঁয়ে গেছে অন্তরে 💝

    কবিতার পঙক্তিতে লুকানো যাই তুমি 🎶
    চুপিচুপি এসে বসো হৃদয় কুঞ্জে 🌺
    নীরব ভাষায় বাজে ভালোবাসা সুরে 🎻💞

    ভালোবাসার অর্থ বুঝিনি আগে 💌
    তোমার স্পর্শে হৃদয় পেলো রঙিন ভাগে 🎨
    তাই তো আজ কবিতা শুধু তোমার জেগে ✒️

    নতুনের মায়া প্রিয়। এতো কোলাহল, রবে…
    মানুষও মেতে ওঠে তোমায় ভোলার উৎসবে…।

    মানুষ এক আশ্চর্য জীব। জ্যোৎস্নার গালে-
    ভালোবাসা জমিয়ে রাখে। ঘৃণার আড়ালে…..🖤🖤

    দুচোখে রাত নামে। ফিরে আসে ভোর-
    ক্লান্তিতে আজও আরাম। মায়ের আদর..🤍❤️❤️‍🩹

    উপশম ভেবেছি তোমায়। পৃথিবীকে কোল
    তুমি তো শুধু ছায়া নও। মায়ের আঁচল …🩵🤍🤍

    কথা কমে আসে ফের। স্মৃতি জমে তারে শ্রাবণের বিষাদ হয় স্রেফ, বাইশের ভারে,,,.png

    কথা কমে আসে ফের। স্মৃতি জমে তারে
    শ্রাবণের বিষাদ হয় স্রেফ, বাইশের ভারে,,,

    না থামা বৃষ্টিতে, বিষাদের কোণে…
    দুচোখে জল জমে। বাইশে শ্রাবণে…🖤🖤

    ঘুমের থেকে দুহাত দূরে… চোখের মায়ায় জাল বুনে-
    তোমায় এবার পলাশ দেবো। এই বসন্তে ফাল্গুনে …🤍🤍

    গাছেরা দোভাষী। কাঠুরের মনে…
    তুমি এলে বৃষ্টি আসে, এ শ্রাবণে..🖤🖤

    🖤“যারা অকৃতজ্ঞ তারাও মাঝেমাঝে কৃতজ্ঞতা প্রকাশ করে,,😌
    তবে তাদের কৃতজ্ঞতা প্রকাশের ভাষাটাই❤️‍🔥
    উপকারীকে অকৃতজ্ঞ বানিয়ে ফেলে।”😐🤐

    শব্দেরা হারিয়ে যায়, চোখে জমে জল,
    তোমার স্মৃতিগুলোই আজ আমার সবচেয়ে বড় ভুল..!” 🥀

    🌙
    কেউ কথা রাখেনি, তিরিশ বছর ধরে আমি অপেক্ষায়….। (কেউ কথা রাখেনি)

    এ বুকে মেঘ জমুক । ভিজে যাক চোখের কিনার।
    বড়ো হয়ে আমরা কেন প্রকাশ্যে কাঁদতে পারিনা…?

    “জীবন একটা কবিতা, কেউ বোঝে ছন্দ, কেউ বোঝে ব্যথা”
    “সময়ই কবি, আমরা শুধু চরিত্র”
    “মৃত্যুর আগে যতটা লেখা যায়, সেটাই কবিতা”🎭
    একটি চিঠি, একটি কবিতা, আর তুমি 📄🖋️
    সবটুকু মিলে হৃদয়ের গোপন ভূমি ❤️🌿
    এটাই ভালোবাসার সবচেয়ে সুন্দর ছবি 🖼️

    যখন তুমি দূরে, তখনই কাছের লাগে 😔 .png

    যখন তুমি দূরে, তখনই কাছের লাগে 😔
    কবিতার পাতা কান্নায় ভিজে থাকে 🌧️📖
    তুমি আসলেই আমার প্রেরণার ঢেউ 🌊💘

    নিন্দার ঝড় থেমে যাবে। ভাসিয়ে নেবে বানে।
    পতনের ধর্মই নীচে নামা। অহংকার জানে..।🙂🙂

    ঝোড়ো হাওয়া থেমে যায়। ভেঙে যায় পাখিদের ঘরও।
    যে তোমায় ছেড়ে যেতে চায়। তার থেকে দূরেই সরো..।🖤🖤

    পৃথিবীটা তোমারই থাক,,,
    পারলে একটু নীল রং দিও।
    আকাশটাও তোমারই থাক,,,
    পারলে কিছু তারা দিও।
    মেঘ টাও তোমারই থাক,,,
    আমাকে একটু ভিজিটে দিও।
    হৃদয়টাও তোমারই থাক,,,
    পারলে একটু জায়গা দিও।

    চাঁদের আলোয় ভিজে থাকে স্বপ্ন 🌙💭
    তবু চোখে জমে অশ্রুর দাগ 😢
    ভালোবাসা যদি সত্যি হয় 💕
    পাবে আবার নতুন রাগ 🎵

    চাঁদের আলোয় ভিজে যায় মন 🌙
    তুমি ছিলে স্বপ্নের প্রথম বরণ 💫
    ভালোবাসা লিখেছি কবিতার রঙে ✍️❤️

    তোমার চোখে হারিয়ে যাওয়া এক নেশা 😍
    পৃথিবী যেন থেমে যায় সেই দেখা 🎑
    প্রেমের কবিতা লেখা থাকে সেখানেই 📜💖

    তোমায় নিয়ে লেখা প্রতিটি লাইন ✍️
    জীবনের ভেতরে এক মধুর সাইন 💗
    ভালোবাসা বলে, “তুমি আমার” 🌼

    বৃষ্টি পড়ে মনে, তুমিও সাথে ছিলে 🌧️
    হাত ধরে হাঁটতে হাঁটতে গল্প গাথা মিলে 🤝📜
    এই প্রেমের কবিতা আর কিছু চায় না 💞

    বয়সের ভাঁজে লুকিয়ে মোহ, স্নেহের আলোকে-
    স্পষ্ট হল মুখোশ। আরো এক বিশ্বাসঘাতকের….🙂

    বোবাদের বুকে খোদাই করে, অপেক্ষার জেলে- স্মৃতির হরফে লেখা আছে কিছু রোদের নভেলে….png

    বোবাদের বুকে খোদাই করে, অপেক্ষার জেলে-
    স্মৃতির হরফে লেখা আছে কিছু রোদের নভেলে…

    পুরুষরা কখনো ফুল হয়না,♥️
    বরং তারা হয় গাছের ডাল।🥀

    🌹হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত,,♥️
    যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না।🌹

    বুকের ভেতর দগদগে ঘা। ঠোঁটে হাসি। আর হাতে রাখা ফুলের তোড়া।
    ক্ষতের উপর পরিচিতেরা ছিটিয়েছে নুন। সান্ত্বনা দিয়েছে বহিরাগতরা……।

    মেঘের আড়াল ভেদ করে ☁️✨
    তুই যদি আসিস আলো হয়ে 🌞
    অন্ধকারও গান গাইবে 🎶
    ভালোবাসার সুরে ❤️

    তোমার হাসিতে মিশে আছে সকাল 🌄😊
    কবিতার খাতা খোলে নতুন জগৎ কাল 🖋️📘
    তুমি মানেই হৃদয়ের গোপন মালা 💝

    একটা শব্দ, একটা চাহনি, আর তুমি 🧡
    এই তিনেই লেখা হয় প্রেমকথা গোপনে 💌
    এটাই আমার নিরব কবিতার গানে 🎵

    ভালোবাসা মানে কেবলই বলা নয় ❌
    তুমি পাশে থাকলেই জীবন পায় সুর 🎼
    এটাই আমার কবিতার সবচেয়ে সত্যি কুর 🎤

    ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়,
    দূর থেকেও যে হৃদয়ে জায়গা করে নেয়…” 🌌

    হারিয়ে গেছে অনেক কিছুই, সকাল থেকে রাত!!
    হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত।
    হারিয়ে গেছে প্রথম প্রেমে – টুকরো হওয়া মন!!
    চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু অনেকজন।

    কোলাহলে ভেঙে যাবে ঘুম। খুলে যাবে দোর- মানুষের কলরব ফিরে পাবে ঠিক। বিষণ্ণ শহর…🙂🖤.png

    কোলাহলে ভেঙে যাবে ঘুম। খুলে যাবে দোর-
    মানুষের কলরব ফিরে পাবে ঠিক। বিষণ্ণ শহর…🙂🖤

    বৃষ্টি যেমন অকারণেই নামে,
    তেমনিই তুমি এলে আর নিঃশব্দে চলে গেলে!” 💫

    😄বাড়িতে দেরি করে ফেরার সময়,,,
    রাস্তায় যাকেই দেখি >>🌺
    তাকেই মায়ের মত দেখতে লাগে।♥️

    তোমার ছায়ায় লিখেছি হাজার কবিতা 🌒📝
    প্রতিটা শব্দে ছিল মায়ার ইশারা 💫
    তুমি ছাড়া এই পাতা হয় শূন্য 😢

    প্রেম মানে শুধু দেখা নয় 🫶
    কবিতায় লেখা, মনে গাঁথা রয় 📝💘
    তোমায় ছুঁয়ে আমি কবি হলাম 🌸

    হিংসা এক অদৃশ্য পোকা। মানুষের দেহে বাসা বেঁধে, সে-
    চিরকাল মানুষকেই ধীরে ধীরে ধ্বংস করে এসেছে…🖤🙂

    আমি শুধুমাত্র সেই স্মরণীয় স্মৃতিগুলোকে ভালোবাসি,,🌺
    যেগুলো এখনো আমার মিষ্টি হাসির কারন।🥰

    🖤ফিউচার ডুবে যাচ্ছে সেদিকে খেয়াল নেই,🤐
    এদিকে সূর্য ডোবার ছবি তুলতে ব্যাস্ত।😌

    এজীবন তো ক্রিকেট’ই। প্রতি বলে বলে ছয়, চার, নো…
    খেলছে সবাই। দেখছি আমি, তুমি, আর জব চার্নক…

    অতীতের সব স্মৃতি পুড়িয়ে আগুনে,
    কথার নকশা আঁকি নীরবতা বুনে…

    চোখ থেকে নেমে, ঠোঁট বেয়ে, মাটিতে মিশে যাবে-
    কয়েকফোঁটা কান্না সহ; মোহ, মায়া, টান, আবেগ…🖤🖤

    ভালোবাসার রঙে রাঙাই হৃদয় 🎨💓
    তোমার ছোঁয়ায় বাঁচে আমার সময় ⏳
    তুমি মানেই কবিতার মহিমা 📖

    তোমার চোখ যেন দিগন্তের কাব্য 🌅👁️
    যেখানে হারিয়ে যায় প্রতিটি ভাবনা 💭
    এটাই প্রেমের সবচেয়ে নিখুঁত লেখা 🖋️❤️

    আমরা কেউ ফিরে আসি না, তবু ফিরে আসি বারবার…। 🍂

    শুকিয়ে যাওয়া জখম, স্মৃতি ফেরৎ আসে দাগে…
    আমার কথা পড়বে মনে? তাকে আবির দেওয়ার আগে…🖤🖤

    মেঘের কাছে শিখেছি জেদ। পাখিদের কাছে ওড়া…
    আকাশের গায়ে ছুটে যেতে দেখি যত মহীনের ঘোড়া…🖤🖤

    তোমায় ছুঁয়ে কবিতা গাঁথি ✍️
    হৃদয়ের গল্পগুলো সব ফাঁকি নয় 🤍
    তুমি মানেই কবিতার ঝর্ণাধারা 💧

    তোমার নামেই লিখে ফেলি পঙক্তি 🖊️
    ভালোবাসার ছায়ায় থাকি একান্তি 💘
    এই কবিতা তুমি, তুমি মানেই প্রেম 💌

    তোমার স্মৃতি জড়ানো প্রতিটি মুহূর্ত ⏰
    আমার কলমে রচে যায় সুর 🎶
    তুমি না থাকলে কেমন ফাঁকা জীবন 💔

    আবারো তোমায় করছি প্রপোজ। লিখে দুএক লাইন…
    এ জীবনে বেকার ছেলের তুমিই ভ্যালেন্টাইন…🖤🖤

    যোগ্য জবাবের পর পতনের ভীড়ে
    নিজেকে খুঁজে নিও, প্রেমের আবিরে।

    পাতাঝরার মতো তুমি এসেছিলে,
    কিছু স্বপ্ন দিয়ে সবটুকু ফেলে গিয়েছিলে…” 💨

    বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। 💫

    শুধু রাতের আঁধারে শুনি তার নিঃশ্বাস, দেখি তার চোখ—🌊

    নদীর ঢেউ বলে গল্প 🌊📖
    বাতাসে ভেসে আসে গান 🌬️🎶
    তুই থাকলে রঙিন হয় 🌈
    এই নিঃশব্দ পৃথিবীখান 🌍💖

    ভালোবাসা নদীর মতো 💞🌊
    পথ হারায় না কোনোদিন 🛤️
    শুধু খুঁজে নেয় নতুন স্রোত 💫
    নতুন গন্তব্যের দিন 🌄

    তারার সাথে কথা বলি ⭐💬
    চাঁদের কাছে রাখি অভিমান 🌙😔
    তুই যদি পাশে থাকিস 🤝❤️
    থাকবে না কোনো শূন্যস্থান 💫

    আমাদের জীবন কেবলই নদীর মতো বহিয়া যায়— কোনোদিন কি দাঁড়াবে না? 🍁

    যদি ঠান্ডা মগজে ঢেলে দাও বিষ। হিংসার মন্ত্রটুকু বলে দাও কানে।
    ঘৃণার কাছে আর কবেই বা ক্ষমতা ছিল? সব মুশকিল আসানের…

    একা বাঁচতে শিখো..!

    মানুষ শান্তনা দিবে, শান্তি না।🥀🌺

    আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি। >>

    কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা।🌹❤️‍🔥

    রূপ কথার রানী তুমি,
    দুই নয়নের আলো।
    সারা জীবন তোমায় আমি, বাসতে চাই ভালো।🩵🤍

    সবসময় নিজের প্রথম হারের সংস্কারক হয়ে উঠুন ;;;🖤

    অন্যের দ্বিতীয় হারের নয়।🔥💚

    বন্ধু মানে হালকা হেসে – চোখের কোনের জল।

    বন্ধু মানে মনে পরলে – একটা মিসড কল। ❤️‍🩹

    আমি তোমায় বলতে শুধু চাই,,

    তুমি ছাড়া এতো প্রিয় কেউ নাই।

    ভালোবাসি আমি শুধু তোমায়,,

    জনমভর শুধু ভালবাসতে চাই।

    🖤নিজের পথে নিজেই চলি ,,

    নিজের কথা নিজেই বলি ,,❤️_🔥.png

    নিজের কথা নিজেই বলি ,,❤️‍🔥

    আক্ষেপ নেই আমার তাতে ,,❤️‍🔥

    দিন চলেছে সোজা পথে ।।🖤

    🌺আপনার কাছে যা নেই,

    তা নিয়ে মন খারাপ করার মানে হলো,🖤

    আপনার যা আছে তা নষ্ট করা।🌺

    🥰🌹অন্যকে ভালোবাসতে হলে,,🖤

    আগে নিজেকে ভালোবাসতে জানতে হবে।🥰🌹

    🌺🌹সফলতা সুখের চাবিকাঠি নয়।

    বরং সুখ সাফল্যের চাবিকাঠি।🥀

    আপনি যা করছেন, তা যদি আপনি ভালোবাসেন,,🥀

    তবেই আপনি সফল হবেন।🌹🌺

    ❤️‍🔥প্রতিদিন একবার নিজের সাথে কথা বললে,,🥀

    নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বেড়ে যায়।❤️‍🔥

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleফেইসবুক পোস্ট স্টেটাস – Facebook post status
    Next Article কবিতা ক্যাপশন – Poetry Caption (DONE)
    bangla caption2
    • Website

    Related Posts

    কাব্যিক ক্যাপশন বাংলা – Poetic captions Bengali 200+

    January 4, 2026

    কবিতা ক্যাপশন – Poetry Caption (DONE)

    January 4, 2026

    হিন্দু ছেলেদের নাম (ভালো রাশিওয়ালা) ইংরেজি ও বাংলা

    July 11, 2025
    Leave A Reply Cancel Reply

    Latest Update

    ১১০+ বড় বোন নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা ২০২৬

    ১১০+ জীবন পরিবর্তন নিয়ে উক্তি ও ক্যাপশন ২০২৬

    100+ love shayari😍 2 line in hindi | बेस्ट रोमांटिक शायरी

    ৯৯+ বাস্তবতা নিয়ে কিছু কথা, ক্যাপশন ও উক্তি ২০২৬

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.
    • Privacy Policy
    • Contact Us
    • About Us

    Type above and press Enter to search. Press Esc to cancel.