ঈদ মানেই মুসলিম সমাজের মানুষের কাছে অন্য রকম একটা আনন্দের ছোয়া লেগে থাকার আমেশ। তাই হোক না সেটি কুবারি না ত্যাগ অথবা সেটি হোক ঈদ উল ফিতরের ঈদ। কিন্তু আজ আমরা সেই সকল ঈদ কে উপেক্ষা করে নতুন কোন একটি ঈদ সমন্ধে জানতে চলেছি। এই ঈদ হচ্ছে ঈদ ই মিলাদুন্নবী র ঈদ। আর এটি হচ্ছে সকল ঈদের সুচক নবী মুহাম্মাদ স. এর জন্মদিনের আনন্দের ঈদ।
ঈদ ই মিলাদুন্নবী ক্যাপশন আমাদের এক দিনের জন্য ট্রেন্ড নয় বরং প্রতিদিনের জন্যই ট্রেন্ড হওয়া উচিৎ। এটি আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ের সাথে সম্পর্কিত হওয়া দরকার।
ঈদে মিলাদুন্নবী স্ট্যাটাস
আজ আমরা মুলত ঈদে মিলাদুন্নবী স্ট্যাটাস সমন্ধে জানতে চলেছি। এই নবী মুহাম্মাদুর রসুলাল্লাহ সমন্ধে গুরুত্বপূর্ন কিছু স্ট্যাটাস সমন্ধে জানতে চলেছি, এখান থেকে মুসলিম বাঙালীরা তাদের প্রিয় মানুষের গুন সমন্ধে বিভিন্ন ধরনের বাংলা শর্ট ক্যাপশন পেয়ে যাবে, সেগুলো সেই প্রিয় মানুষের জন্মদিনের জন্য সোস্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবে।
ঈদ ই মিলাদুন্নবী এই দিনে হযরত মুহাম্মাদ স. বিশ্বে জন্মগ্রহনের মাধ্যমে হিদায়াতের আলো উজ্জল করে ছিলেন সেই সুদূর আরবে।

ঈদ ই মিলাদুন্নবী ক্যাপশন
এটা মূলত মুহাম্মাদ স. এর বিশেষ যে সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য গুণাগুণ রয়েছে সেগুলো সমন্ধেই আমরা আমাদের এই পোস্টে শেয়ার করার মাধ্য়মে আপনাদের কাছে পৌছে দিলাম। আশা করি আপনারাও এগুলোর সঠিক ব্যবহার করবেন।
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:)এর শুভ জন্মদিন। সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবী’র শুভেচ্ছা..।🤍
সবাইকে ঈদে মিলাদ-উন-নবী মোবারক এর শুভেচ্ছা আপনাকে এবং আপনার পরিবারের…। 🤍
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ১২ রবিউল আউয়াল উপলক্ষ্যে আমি বিশ্বের মুসলিম উম্মাহ্ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি…।🩵
এই ঈদ আপনার জীবনে আরেকটি গৌরবময় বছর যোগ করার জন্য আল্লাহকে ধন্যবাদ। আমরা আপনাকে ঈদের মীলাদ-উন-নবীর শুভেচ্ছা জানাই..। 🩵
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ..।
আল্লাহর আপনাকে একটি হালাল এবং অর্থপূর্ণ জীবন যাপন করতে সাহায্য করুন। ঈদুল মিলাদ উন নবী মোবারক..।🤍
ঈদে মীলাদ-উন-নবীর শুভ উপলক্ষ্যে আপনাকে আমার শুভেচ্ছা জানাচ্ছি..।
আপনি যা চান তা দিয়ে আল্লাহ আপনাকে আশীর্বাদ করুন। ঈদে মিলাদ-উন-নবী..।❤️❤️
আল্লাহ আপনার কষ্টগুলোকে সহজ করুন এবং ঈদে আপনাকে শান্তি ও সমৃদ্ধি বর্ষণ করুন। একটি ধন্য সময় আছে! ঈদে মিলাদ-উন-নবী মোবারক…।🤍
নিশ্চয়ই আল্লাহর রসূল (মুহাম্মাদ সা.)-এর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ সেই ব্যক্তির জন্য, যে আল্লাহ ও শেষ দিনের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।” – সূরা আহযাব 33:21 🤍🤍
ক্ষমা প্রদর্শন করুন, ন্যায়ের পক্ষে কথা বলুন এবং অজ্ঞদের এড়িয়ে চলুন” – কুরআন 7:199 🤍🤍
তিনি (সাঃ) আল্লাহর রাসূল এবং নবীদের শেষ (শেষ)। আর আল্লাহ সর্বদা সর্ববিষয়ে জ্ঞাত।” – সূরা আহযাব ৩৩:৪০🤍❤️
যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য (প্রতিটি অসুবিধা থেকে) মুক্তির পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারেনি।” – কুরআন 65:2-3🩵🤍

আমরা তোমারই উপাসনা করি এবং তোমার কাছেই সাহায্য চাই।” – সূরা আল-ফাতিহা 1:5🤍🤍
এবং আমরা আপনাকে (হে মুহাম্মাদ সা.) আলামীন (মানব, জিন এবং যা কিছু আছে) এর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি।” – সূরা আম্বিয়া 21:107🩵
নিশ্চয়ই আমি সত্যের দিকে ঝুঁকে আসমান ও যমীন সৃষ্টিকারী তাঁর দিকে মুখ ফিরিয়ে নিয়েছি এবং আমি আল্লাহর সাথে শিরককারীদের অন্তর্ভুক্ত নই। সূরা আল-আনআম – 6:79🤍
ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা
ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা হচ্ছে মুসলিম সমাজের একটি গুরুত্বপূর্ন অধ্যায়। আমরা এই অধ্যায়ে অনেকটা শুখ খুজে পাই। আবার তাকে না পেয়ে অনেক টা কষ্ট ও পেয়ে থাকি।
অমানিশা দুনিয়ায় এলেন যে নূরনবী,
তাওরাত যাবুরের বাণীসব মুলতবী।
ইঞ্জিল ছেড়ে দিয়ে বুকে বাধোঁ কুরআন,
সবটার সারাংশ এযে আল ফুরকান..।🤍
আল্লাহু আকবার নবী তাঁর মাহবুব,
নবীদের শেষনবী আহমাদ মাহমুদ।
হাশরের ময়দানে পিলাবেন কাওছার,
গুনাগার উম্মাত পাবে শাফাআত তাঁর..।❤️❤️
রাসূলের আগমনে তমিস্র নিবারণ,
স্বপ্নতো সত্যই আমেনার বিবরণ।
উজ্জ্বল নূরখানা জ্বলে ওঠে সম্মুখ,
স্বস্তির নিঃশ্বাস চারিদিক উন্মুখ…।🩵🤍❤️
সিরিয়ার উচুঁ উচুঁ দালানেই দীপ্তি,
গর্ভের সন্তানে দেন তাঁকে তিপ্তি।
উদয়ন হলো যবে মানবতা লুপ্ত,
ইসলাম জেগে তুলে সবকিছু সুপ্ত।
ঈদে মিলাদুন্নবী নন্দিত চিত্ত,
নবীপ্রেমে মুমিনের অন্তর সিক্ত…।🤍🤍🤍
নবীজীর বাণী তিনি দোয়া খালিলুল্লা’র,
নবীদের অনন্য খালিলতো আল্লা’র।
নবী ঈসা রুহুল্লা’ দেন তিনি সংবাদ,
তবে তাঁর উম্মাতে কেনো এতো মতবাদ?❤️❤️
মুস্তাফা আহমাদ সাথে তাঁর হেকমত,
মতভেদ ভুলে গিয়ে হও তাতে একমত।
হৃদয়ের মুছে কালি করো কালো দীলসাফ,
তাঁর দীল দয়াভরা,আল্লা’র ইনসাফ🩵🤍
তাঁর দ্বীন ইসলাম প্রিয় সৎকর্ম,
ইসলাম আল্লা’র মনোনীত ধর্ম।
ইসলাম সার্থক ধর্মই শান্তির,
দুনিয়ার বাদবাকি ধর্ম অশান্তির..।🤍
আউয়ালে রবিউল হাসে চাঁদও সূর্য,
আগমনে যাঁর তিনি সূর্যেরও সূর্য।
নবীদের সাইয়িদ রহমত বিশ্বের,
কাণ্ডারি পাপিদের এতিমও নিঃস্বের🩵🩵🤍
দুনিয়ার ইনসান করো তাঁর ইত্বাআত,
রাসূলের পথে চলে করো লাভ হিদায়াত।
ইক্বামাতে ইসলামে মুসলিম হও বের
অবসান তাগুতের সময়ের হেরফের..🤍🤍
ঈদে মিলাদুন্নবী আমাদের শেখায় সত্য আর
দয়া বা মানবতার শিক্ষা গ্রহণ করতে”
ঈদে মিলাদুন্নবীর দিনে প্রিয় নবীর আদর্শে সমাজ গড়ার নতুন অঙ্গীকার করার সুযোগ করে দেয়..🌙
আমাদের প্রিয় নবীর জন্মদিনে মুসলিম উম্মাহ স্মরণ করে শান্তি আর ন্যায়ের অনুভূতি”
ঈদে মিলাদুন্নবী আমাদের জীবনে সঠিক পথের
আলোর দিশা হয়ে থাকে..🌙
ঈদে মিলাদুন্নবী হলো আত্মশুদ্ধি করার
মহিমান্বিত দিন” সেই দিন নবীর শিক্ষা আমাদের
মনে করায় সুন্নাহর পথে জীবন পরিচালনাই প্রকৃত মুক্তি আর সফলতার চাবিকাঠি..🌙
ঈদে মিলাদুন্নবী আমাদের জীবনকে করে আনন্দময়” প্রিয় নবীর দেখানো পথ দেখায় সঠিক দিশা” এই দিন আমাদের জন্য আল্লাহর রহমতের বার্তা হয়ে হৃদয়ে ভ্রাতৃত্ব গড়ে তুলুক..🌙
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী”
আমাদের প্রিয় নবীজির আগমনে বিশ্ব ভূবন আলোকিত হয়েছিলো আর নবীজির দেখানো
পথে আমাদের জীবন পরিচালিত হোক..😍 🤍
আজকের দিনে পৃথিবী পেয়েছিল নূরের আলো”
তাই আমাদের হৃদয় আনন্দে ভরে উঠে”
ঈদে মিলাদুন্নবী হলো আমাদের প্রিয় নবীর প্রতি ভালোবাসার প্রকৃত সময়😍🤍🤍
নবীর আগমন মানবতার জন্য ছিলো
রহমতের দিশা” তাই ঈদে মিলাদুন্নবীর আনন্দ
কেবল উদযাপনের মাঝে নয়” ঈমানি সুখ আর আল্লাহর কাছে কৃতজ্ঞতার প্রকাশ করা..😍
রবিউল আউয়াল মাসের আনন্দের দিন
আমাদের মনে করিয়ে দেয়” দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ
উপহার ছিলেন আমাদের প্রিয় নবী” ঈদে মিলাদুন্নবী হোক আল্লাহর প্রতি শোকর আদায়ের সময়..😍
ঈদে মিলাদুন্নবীর আনন্দ কেবল উদযাপনের মাঝে নয় অন্তরের মাঝে থাকতে হবে”
নবীর আদর্শে ফিরে আসাই এই আনন্দকে পরিপূর্ণ করে জীবনে শান্তি আর সঠিক পথের দিশা দেয়🤍🤍😍
আজ আমাদের প্রিয় নবীজির জন্মদিন”
তাই আমরা আনন্দিত” আর তাই আসুন
প্রিয় নবীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের
জীবনকে আমরা সুন্দর করে তুলি🤍🤍😍
ঈদে মিলাদুন্নবী আমাদের জন্য শান্তি
ভালোবাসা আর রহমতের বার্তা” প্রিয় নবীর
আদর্শে আমাদের জীবন গড়ি আর সমাজের
মাঝে ছড়িয়ে দেই ভ্রাতৃত্ব আর ন্যায়ের আলো…🤍🤍😍
আজকের দিনটি শুধুই আনন্দের নয়”
এই দিন নবীর সুন্নাহ স্মরণের দিন” ঈদে মিলাদুন্নবী হোক আমাদের সবার জন্য সত্য আর মানবতার
পথে চলার অনুপ্রেরণার মূল..🤍🤍😍
প্রিয় নবীর জন্মদিন উপলক্ষে আমাদের হৃদয় ভরে উঠুক দয়া আর ভালোবাসা বা ভ্রাতৃত্বে”
ঈদে মিলাদুন্নবী আমাদেরকে শেখায় মানুষের কল্যাণেই রয়েছে মহান আল্লাহর সন্তুষ্টি….🤍🤍😍
ঈদে মিলাদুন্নবী স্মরণ করায় মানবতার শিক্ষা”
সত্যের আলো আর শান্তির জীবন” নবীর আদর্শে জীবন সাজিয়ে তুললেই উম্মাহ পাবে মুক্তির দিশা..🤍🤍😍
⏩ প্রিয় নবীর আগমনে দুনিয়া পেয়েছিলো আলোর ছায়া আর সুন্দর হয়েছিলো ভূবন” ঈদে মিলাদুন্নবী আমাদের মনে করিয়ে দেয় সুন্নাহ মেনে চলাতেই রয়েছে প্রকৃত স্থরের আনন্দ, শান্তি, সাফল্য..🤍🤍😍
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ…।🩵🩵
নবী মুহাম্মদ (সা.)-এর জন্মদিনে বিশ্বজুড়ে মুসলিমরা আনন্দ ভাগ করে নেয়। এই আনন্দময় উৎসবে আপনার শান্তি ও সমৃদ্ধি কামনা করছি..।🤍🤍🤍🤍
আপনার ও আপনার পরিবারের জন্য ঈদে মিলাদুন্নবীর আনন্দ ও শান্তি কামনা করছি..।🩵🩵
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিনের আনন্দ উদ্দীপনায় স্মরণ করি।🤍🤍🩵
- এই পবিত্র দিনে নবীজি (সা.)-এর দেখানো পথে চলার শক্তি কামনা করি।🤍❤️
মিলাদুন্নবী (সা.)-এর এই শুভক্ষণে সকল মুসলিমদের প্রতি রইল শুভেচ্ছা।🤍🩵
রাসূলুল্লাহ (সা.)-এর জন্মোৎসবের আনন্দ সকলের জীবনকে আলোকিত করুক। 🤍❤️❤️

1 Comment
আসসালামু আলাইকুম,
আপনি এই লেখায় আমার একটি কবিতা পুরোপুরি তুলে ধরেছেন তাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই।
এরপর কথা হলো, কবিতাটি যেহেতু আপনি পোস্ট এনেছেন, সেহেতু কবির নাম উল্লেখ করা প্রয়োজন ছিল।
আমার কবিতা-
“ঈদে মিলাদুন্নবী (সা)”
– মাহমুদুল মান্নান তারিফ
অমানিশা দুনিয়ায় এলেন যে নূরনবী,
তাওরাত যাবুরের বাণী সব মুলতবি।
এভাবে দিলে খুশি হতাম।
যাক, কবিতাটি এই সাইট থেকে সরিয়ে দিন, না হয় দ্বিতীয়বার পোস্ট দিন কবির নাম উল্লেখ করে।
আমি মাহমুদুল মান্নান তারিফ
আর এই কবিতা আমার লেখা কবিতা বিভিন্ন ওয়েবসাইট ও ম্যাগাজিনে আমি দিয়েছি।
কবির নাম উল্লেখ ছাড়া আপনার এই কাজটা আইনসিদ্ধ নয়।