ইসলাম হচ্ছে দুনিয়ার মধ্যে সবথেকে সুন্দর ধর্ম। এই ধর্মের সকল নিয়ম নিতি এবং উপদেশগুলোই মানুষের জন্য কল্যানকর। তাই আপনারা যে কেউই এই ধরনের ইসলামিক ক্যাপশনগুলো নিয়ে নিজেদের সোস্য়াল মিডিয়ায় ব্যবহার করতে পারেন। এগুলো অনেক অর্থ সম্পুর্ন এবং এগুলো খুবই গুরুত্বপূর্ন ক্যাপশন।
ইসলামিক এই ক্যাপশনগুলো আমরা বাংলা এবং ইংরেজিতে একত্রে লিখে রাখছি, যার ফলে এখান থেকে উভয় ভাষাই নিজেদের মতো করে শেয়ার করতে পারেন, বা আপনি চাইলে নিদিষ্ট একটি ভাষায়ও শেয়ার করতে পারেন।
ইসলামিক ইংরেজি ক্যাপশন বাংলা সহ
এখানে শেয়ার করা সকল ক্যাপশনগুলোই আপনাদের পছন্দের তালিকায় থাকবে বলেই আমি আশা করি, এখানে আমরা সকল জনপ্রিয় ক্যাপশনগুলো ইসালমিক বিভিন্ন মাধ্যম থেকে একত্রে এখানে করেছি।
❝ হে আল্লাহ!
আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে, অক্ষমতা ও অলসতা থেকে,
কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি। ❞O Allah!
I seek refuge in You from anxiety and sorrow, from weakness and laziness, from miserliness and cowardice, from the burden of debt and the oppression of men.
❝ আপনি যখন আপনার চিন্তাগুলোকে দোয়াতে রূপান্তরিত করে ফেলবেন,
আল্লাহ তখন আপনার সমস্যাগুলোকে তাঁর রহমতে পরিণত করে দিবেন। ❞When you turn your worries into du’as, Allah will turn your problems into mercy.

❝ জীবনের সবচেয়ে খারাপ সময় মানুষ আমাকে দূরে ঠেলে দিলেও,
আমার আল্লাহ আমাকে কখনোই দূরে ঠেলে দেন নাই। আলহামদুলিল্লাহ। ❞Even in my darkest times, when people pushed me away,
Allah never abandoned me. Alhamdulillah.
❝ হে আল্লাহ! কষ্ট পেলে আমি কাঁদি,
এর মানে এই নয় যে তোমার ফয়সালায় আমি অসন্তুষ্ট।
বরং আমি কাঁদি তোমার স্নেহ ও সাহায্য পেতে। ❞O Allah! When I cry in pain, it doesn’t mean I’m unhappy with Your decisions—
it means I yearn for Your mercy and help.
❝ ইয়া আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও তোমার সেই পথে,
যে পথে চললে তুমি খুশি হও এবং তা আমার জন্য দু’জাহানের কল্যাণ বয়ে আনে। আমিন। ❞Ya Allah, guide me to the path that pleases You and grants me goodness in both worlds. Ameen.
❝ আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না,
বরং তিনি তোমাদের অন্তর ও কর্মের দিকে তাকান। ❞
— সহিহ মুসলিম: ২৫৬৪“Allah does not look at your appearance or wealth, but rather He looks at your hearts and deeds.”
— Sahih Muslim: 2564

❝ সেই ব্যক্তি প্রকৃত মুমিন নয়,
যে নিজে তৃপ্তি সহকারে খায়, অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। ❞
— বুখারি ৬০১৯, মুসলিম ১৯৪৪“He is not a true believer who eats his fill while his neighbor goes hungry.”
— Bukhari: 6019, Muslim: 1944
❝ সদাচার ও উত্তম চরিত্রের চেয়ে ভারী কিছু
কিয়ামতের দিনে আমলনামায় থাকবে না। ❞
— তিরমিজি: ২০০২“Nothing will be heavier on the Scale on the Day of Judgment than good character.”
— Tirmidhi: 2002
আমাদের এই ওয়েবসাইটে আমরা বিভিন্ন ধরনের ইংরেজি এবং বাংলা ভাষায় ক্যাপশন শেয়ার করে থাকি। এখান থেকে আপনি আপনার পছন্দের ক্যপশনগুলোকে খুব সহজে নিতে পারেন এবং নিজের মতো করে, ব্যবহার করতে পরেন।
❝ আপনি যখন আপনার চিন্তাগুলোকে দোয়াতে রূপান্তরিত করে ফেলবেন,
আল্লাহ তা‘আলা তখন আপনার সমস্যাগুলোকে তাঁর রহমতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। ❞When you turn your worries into du’as,
Allah will turn your problems into His mercy. SubhanAllah.

❝ যখন তোমাদের কেউ খুশি হয়, তখন ‘আলহামদুলিল্লাহ’ বলা উচিত এবং যখন দুঃখে পড়ে, তখন ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন’ বলা উচিত। ❞
— সুনান ইবনে মাজাহ: ৩৮০৩“When any of you feels happy, he should say ‘Alhamdulillah’,
and when he faces distress, he should say ‘Inna lillahi wa inna ilayhi raji’un.’”
— Sunan Ibn Majah: 3803
❝ দুনিয়া হচ্ছে একজন মুমিনের জন্য কারাগার এবং একজন কাফিরের জন্য জান্নাত। ❞
— সহিহ মুসলিম: ২৯৫৬
“The world is a prison for the believer and a paradise for the disbeliever.”
— Sahih Muslim: 2956
When the body has no strength, we turn to worship — but Allah loves it more when done with a healthy body.
💬 যখন শরীরে শক্তি থাকে না, তখন আমরা ইবাদতে মন দেই — অথচ আল্লাহ বেশি ভালোবাসেন তখন, যখন তুমি শক্তিশালী হয়ে ইবাদত করো।
🕋 The best act of worship on earth is Salah — it will never leave you.
💬 পৃথিবীর সর্বোত্তম ইবাদত হলো নামাজ — এই নামাজ কখনও তোমার পাশে থেকে সরে যাবে না।
🕋 Tahajjud every night of Ramadan, even if it’s just 2 rakats — keep that habit alive.
💬 রমজানের প্রতিটি রাতে তাহাজ্জুদ পড়ো, দুই রাকাত হলেও — এই অভ্যাসটা ধরে রাখো।
🕋 Your prayer is never wasted — even if you prayed with tears and a trembling heart.
💬 তোমার দোয়া কখনোই বৃথা যায় না — যদি তা কান্না আর কাঁপা হৃদয়ে করা হয়।

🕋 Be the servant who cries in sujood, not the one who complains to the world.
💬 সেই বান্দা হও, যে সিজদায় কাঁদে — সেই না, যে দুনিয়ার কাছে শুধু অভিযোগ করে।
🕋 Some wounds are only healed in sujood.
💬 কিছু কিছু ক্ষত শুধু সিজদাতেই সারে।
🕋 Fast with your mouth, eyes, ears, and heart.
💬 রোজা রাখো শুধু পেট দিয়ে নয় — মুখ, চোখ, কান ও হৃদয় দিয়েও।
🕋 The heart that beats with the Quran will never be truly empty.
💬 যে হৃদয় কুরআনের সাথে তাল মিলায়, সে কখনোই আসলেই ফাঁকা থাকে না।
🕋 Jannah is earned in silence, with patience and prayer.
💬 জান্নাত অর্জিত হয় নীরবে — ধৈর্য ও নামাজের মাধ্যমে।
🕋 Repent like you’ve never sinned before — Allah’s mercy is far greater.
💬 তাওবা করো এমনভাবে, যেন তুমি আগে কখনো গুনাহ করোনি — আল্লাহর রহমত অনেক বড়।
